- - - https://ahmadlat-it-service-bd.blogspot.com/ 2018-08-30T20:52:25+00:00 1.00 - https://ahmadlat-it-service-bd.blogspot.com/2018/08/best-lead-generation-tools.html 2018-08-30T20:52:25+00:00 0.80 - https://ahmadlat-it-service-bd.blogspot.com/2018/08/abridge-it-firm.html 2018-08-30T20:52:25+00:00 0.80 - https://ahmadlat-it-service-bd.blogspot.com/2018/07/top-5-concerns-on-lead-generation.html 2018-08-30T20:52:25+00:00 0.80 মানবতার অস্তিত্ব রক্ষায় আল-কুরআনের প্রয়োজনীয়তা - IT Service BD

মানবতার অস্তিত্ব রক্ষায় আল-কুরআনের প্রয়োজনীয়তা

টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসা

আল-কোরআন এন্ড ইসলামিক বিভাগ

মানবতার অস্তিত্ব রক্ষায় আল-কুরআনের প্রয়োজনীয়তা শীর্ষক সেমনিার

স্থানঃ টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসা

তারিখঃ ১৩ ডিসেম্বর ২০২৩ই রোজঃ বুধবার

 

قال الله تبارك تعالي الذي نزل الفرقان علي عبده ليكون للعالمين نذيرا

এটি চিরন্তন শ্বাশ্বতগ্রন্থ এটি অবতীর্ণ করা হয়েছে তার বান্দার উপর বিশ্ববাসীর জন্য সতর্কবানী হিসেবে

সকল প্রশংসা মহান আল্রাহর যিনি মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসুল প্রেরণ করেছেন আর এর ধারাবাহিকতায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন   سيد المرسلين   রাসুলে আরাবী যারউপর অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন

ঐশীবাণী পবিত্র কুরআন এমনই এক মহাগ্রন্থ যার মহিমা অতুলনীয় অবর্ণনীয় অকল্পনীয় এটি এমনি এক মৌলিক গ্রন্থ যার মাঝে ইলমের সকল শাখা সন্নিবেশিত হয়েছে এটি বিজ্ঞান বিষয়ক অসংখ্য তত্ত্ব তথ্যের মূল ভান্ডার মানবজাতির প্রায় অধিকাংশ মৌলিক ইতিহাস তা থেকে গ্রহনীয় শিক্ষা সংক্রান্ত আলোচনা এই কুরআনে বিদ্যমান রয়েছে

পবিত্র কুরআন এমন এক মোজেযাপূর্ণ গ্রন্থ যে, সে যুগে আরব বিশ্বের বিশ্বনন্দিত সাহিত্যিকরা আপ্রাণ চেষ্টা করেও এর মতো একটি আয়াতও উপস্থাপন করতে সক্ষম হয়নিতাই তারা স্পষ্টভাবে ব্যর্থতা অক্ষমতা অকপটে স্বীকার করে এটি বলতে বাধ্য হয়েছে যে  ليس هذا من كلام البشر  এটি মানবরচিত কোন গ্রন্থ নয়

*বিশ্ব ইতিহাসের সোনালী পাতায় চোখ বুলালে দেখতে পাব যে, একদিন মুসলিম জাতির সভ্যতা , সংস্কৃতি উন্নত চরিত্রে উন্নতির চরম শিখরে পৌছেছিল এই ঐশীগ্রন্থের আদর্শ নীতি বাস্তবায়নের মাধ্যমেই

কিন্তু খুবই আফসোস পরিতাপের বিষয় হল যখন থেকে মুসলিম জাতি পবিত্র কুরআনের নীতি আদর্শ সুমহান শিক্ষা ভুলে গেছে তখন থেকেই মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে বর্তমানে তা চরম পর্যায়ে পৌছেছে ইতিহাসের পরাশক্তি মুসলিম জাতি আজ পদে পদে হোঁচট খাচ্ছে হারাচ্ছে দেশ জাতি ইরাক সিরিয়া কাশ্মীর ফিলিস্তিন এর জলন্ত প্রমাণ

*বর্তমানে বিশ্বের সর্বত্র মানবতা এক মহাসংকটকাল অতিক্রম করছে দেশে দেশে আজ মানবতা নিপীড়িত নির্যাতিত হচ্ছে তাদেরকে নির্বিচারে হত্যা দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে  

বিভিন্ন প্রেক্ষাপটে আল-কুরআন

ব্যক্তিগত জীবনেঃ মানুষ তার স্বভাব, চরিত্র , ধর্মবিশ্বাস মিথ্যা , চুরি , ডাকাতি, মদ্যপান ইত্যাদি দোষে ব্যক্তিগত জীবনে দোষী হতে পারে আল-কুরআন মানুষকে ব্যক্তিগত জীবনের সমস্ত দোষ থেকে মুক্ত হওয়ার শিক্ষা প্রশিক্ষণ দিয়েছে

পারিবারিক জীবনেঃ মানুষ পারিবারিক জীবনে বিভিন্ন সমস্যায় পতিত হয় স্বামী-স্ত্রী পিতা-মাতা পুত্র-কন্যা ভাই-বোন অন্যান্য নিকটাত্তীয়সহ সকলের মধ্যে পরস্পরিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে কুরআন স্পস্টভাবে ব্যক্ত করেছে কুরআন মাজিদে ব্যাভিচার অসামাজিক কর্মকান্ড চিরতরে নিষিদ্ধ করা হয়েছে

যেমন কুরআনের বানীولا تقربوا الزنا انه كان فاحشة وساء سبيلا-    

সামাজিক জীবনেঃ  সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে অগণিত সমস্যার সম্মুখীন হতে হয় যাবতীয় অনাচার অত্যাচার শোষণ নির্যাতন , ঝগড়া-বিবাদসহ সবধরণের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে কুরআন কঠোরভাবে নিষেধ করেছে অপরদিকে সকলের প্রতি ইনসাফ ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কুরআন বিশেষভাবে তাগিদ দিয়েছে যেমন কুরআনের বাণী  ان الله يأمر بالعدل والاحسان وايتاي ذي القربي وينهي عن الفهشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون-

 

রাষ্টীয় জীবনেঃ রাষ্টীয় জীবনের সুখ-শান্তি নির্ভর করে সরকার প্রজা সাধারণের মধ্যে মধূর সম্পর্ক পারস্পরিক সংহতির উপর রাষ্ট্র নাগরিকের সকল চাহিদা নিশ্চিত করবে এবং নাগরিকগণ রাষ্ট্রের প্রতি অনুগত থেকে স্ব-স্ব দায়িত্ব কর্তব্য পালন করবে এরুপ পারস্পরিক দায়িত্ব পালন অধিকার সংরক্ষণসহ জীবনের সার্বিক কল্যাণের নির্দেশনা কুরআনে রয়েছে

 

আন্তর্জাতিক জীবনেঃ মানুষের আন্তর্জাতিক জীবনের শান্তি নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশ রাষ্ট্র জাতির পারস্পরিক সহযোগিতার উপর কেননা  পৃথিবীতে রয়েছে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি , শিক্ষা সভ্যতা তাই পরস্পরের প্রতি সহনশীল আচরণ মানব প্রেমের প্রতি উৎসাহিত করেছে আল-কুরআন

احسن كما احسان الله اليك ولا تبغ الفساد في الارض ان الله لايحب المفسدين-

সকল মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা কুআনের নির্দেশ

انما المؤمون اخوة فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون-

বিনা কারনে দুনিয়ার যে কোন মানুষকে কষ্ট দেওয়া মহাপাপযেমন কুরআনের অমিয় বাণী

والذين نؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتنا واثما مبينا-

আল-কুরআন হলো সর্বকালীন মানুষের মুক্তির একমাত্র মহাসনদ কুরআনের শিক্ষা সকল যুগের উপযোগী এবং মানবতার অস্তিত্ব রক্ষায় একমাত্র সফল সমধানকারী তাই মহাগ্রন্থ আল-কুরআন শুধুমাত্র একখানা ধর্মীয় গ্রন্থই নয় বরং এটা বিশ্বগ্রন্থ সর্বকালের সকল মানবের আলোকদিশারী

আল-কুরআন বিশ্ববাসীর জন্য সার্বজনীন পথপ্রদর্শক যেমন কুরআনের বাণী

ان هو الا ذكر للعالمين -

ইসলাম প্রদত্ত মানুষের কিছু অধিকার সংক্ষেপে উল্লেখ করছি

০১ জীবনের মর্যাদার অধিকারঃ কোরআনের বাণী

من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا ومن احياها فكانما احياء الناس جميعا-

যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল সে যেন সমস্ত মানবজাতিকে হত্যা করল আর যে ব্যাক্তি কাউকে বাঁচিয়ে রাখল সে যেন গোটা মানবজাতিকে বাঁচিয়ে রাখল

০২ অন্ন বস্ত্র চিকিৎসা পাবার অধিকারঃ কোরআনের বাণী

তাদের সম্পদে ফকির বঞ্চিতদের রয়েছে অধিকার وفي اموالهم حق للسائل المحروم

ويطعمون الطعام علي حبه مسكينا ويتيما واسيرا-

আল্লাহর প্রেমে অভাবগ্রস্থ , এতীম বন্দীকে আহার্য দান কর

০৩ ভালো কাজে সহযোগিতা মনদকাজের নিষেধঃ تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله- 

০৪ সমতার অধিকারঃ

يا ايها الناس انا خلقناكم من ذكر وانثي وجعلناكم شعوبا وقبائل لتعارفوا-

হে মানবজাতি আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারীথেকে সৃষ্টি করেছি এবং ভিন্ন ভিন্ন গোষ্ঠী গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো

০৫ জালিমের আনুগত্য অস্বীকার করার অধিকারঃ

اني جاعل للناس اماما من ذريتي لا ينال عهدي الظالمين-

আমি তোমাকে মানবজাতির নেতা মনোনীত করেছি ইব্রাহীম () বললেন –“আমার সন্তানদের ব্যাপারও কি ওয়াদা ? জবাবে আলাহ বললেন

لا ينال عهدي الظالمين-

জালেমদের ক্ষেত্রে আমার ওয়াদা প্রযোজ্য নয়

قال الرسول الله صلي الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق-

০৬ পাপ কাাজ বর্জন করার অধিকারঃ

সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে কোন মাখলুকের আনুগত্য করা যাবেনা

০৭ মান সম্মানের নিরাপত্তার অধিকারঃ

তোমরা একদল আরেকদলকে হাসি তামাসা বিদ্রুপ করোনা لا يسخر قوم من قوم

তোমরা কাউকে মন্দ উপাধি দিয়ে ডেকোনা ولا تنابزوا بالالقاب

তোমরা একে অপরের নিন্দা করোনা ولا يغتب بعضكم بعضا- 

০৮ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের অধিকারঃ

لا يحب الله الجهر بالسوء من القول الا من ظلم-

জালিমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার মাজলুমের আছে

০৯ সন্দেহ থেকে মুক্ত থাকার অধিকারঃ      اجتنبوا كثيرا من الظن-

ধারণা প্রসূত বেশীরভাগ বিষয় থেকে তোমরা বিরত থেকো

১০ ন্যায় আচরণ লাভের অধিকারঃ

فضلا من الله ونعمة والله عليم حكيم-

ইসলামে শিশুদের অধিকারঃ কুরআনে শিশু এতীমশিশুদের প্রতি কঠোর মনোভাব এবং অত্যাচার করতে বারণ করা হয়েছে এবং তাদের প্রতি দয়া সুবিচার করতে বলা হয়েছে যেমন-

كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون علي طعام المسكين-

এটা অমূলক যে , তোমরা এতীমকে সম্মান করোনা এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করোনা

সংখ্যালঘুদের অধিকারঃ অনেক মুসলিম দেশগুলোতে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হয়েছে অমুসলিম দেশগুলোতেও মুসলিমদের অধিকার খর্ব করা হয়েছেকিন্তু মহানবী () বলেছেনকারো প্রতি জুলুম করোনা যদিও সে অমুসলিম হয় তিনি আরো বলেন তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাক যদিও সে কাফের হয়

মানবতার কল্যাণে ইসলামের নির্দেশনাঃ ইসলাম মানুষকে সর্বোচ্চ মানবিকতা সহমর্মিতা মহানুভবতার শিক্ষা দিয়েছেন

عن عبد الله بن عمر (رَض) ان رسول الله صلي الله عليه وسلم- قال المسلم اخوا المسلم لا يظلمه ويظلمه من كان في حاجة اخيه ان الله في حاجته من فرج عن مسلم عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما سبره الله يوم القيامة-

হযরত আব্দুল্রাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ () ইরশাদ করেছেন- এক মুসলমান অপর মুসলমানের ভাই, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে পাশে থাকবে আল্লাহ তায়ালা তার প্রয়োজনে পাশে থাকবেন যে ব্যক্তি কোন মুসলমানের একটি বিপদ দূর করবে কিয়ামতের দিন আল্লাহ তার বিপদ দূর করবেন

ইসলামে মানবতার শিক্ষা হলো সংঘাত নয় সমঝোতা , সাম্প্রদায়িকতা নয়  সহমর্মিতা , যুদ্ধ নয় শান্তি , পরনিন্দা নয় আত্নসমালোচনা , কুৎসা নয় আত্নশুদ্ধি , অহংকার নয় নম্রতা , শত্রুতা নয় বন্ধুত্ব , জবরদস্তি নয় ন্যায়পরায়নতা , অমঙ্গল কামনা নয় সমবেদনা , ক্ষতিসাধন নয় কল্যাণ কামনা মহান রব্বুল আলামীন আমাদেরকে মানবতাবোধে উদ্ভাসিত হয়ে ইহলৌকিক সুখ-শান্তি লাভ করার শক্তি দান করুন আমীন

কবি ফখরূখের ভাষায়

কেটেছে রঙিন মখমল দিন , নতুন সফর আজ শুনেছি আবার নোনা দরিয়ার ডাক

কোথা সে আজাদ, কোথা সে পূর্ণমুক্ত মুসলমান ?

জাগো মুসলিম , জাগো মুসলিম , তোমার হাতেই মুক্তির মশাল

কবি নজরুলের ভাষায় বলি----

উহারা করুক হিংসা বিদ্বেস আর নিন্দাবাদ

আমরা বলিব সাম্যশান্তি এক আল্লাহ জিন্দাবাদ

 

প্রণয়নেঃ

১) মোঃ হাবীবুল্লাহ মেসবাহ

সহকারী অধ্যাপক, টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসা

২) মোঃ আব্দুল ওহাব

প্রভাষক (আরবি), টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসা

৩) মোঃ শরীফুল ইসলাম

প্রভাষক (আরবি), টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসা

 

 


No comments

Powered by Blogger.